সংশয়ে সংকোচে তপ্ত বেদনা যেই ক্ষণে
শ্রান্তি ক্লান্তি বিমর্ষতা জেগে উঠে মনে,
সংসারের রন্ধ্রে রন্ধ্রে যে দিক পানে চাই
মনে হয় নাই নাই আমি কোন খানে নাই।
ক্ষণিকের ধরাতলে অলিক স্বপ্ন বুকে বাঁধি
অনাগতকাল শূন্যের পারে যে সাধনা সাধি
মমতার বন্ধনে পিপাসিত প্রাণে যাহা চাই
খুঁজে ফিরে দেখি আমি কোন খানে নাই।
বৃথা হায়! এ সাধনা, শূন্য অন্ধকার মাঝে
হাহুতাশ অনুক্ষণ মগ্ন থাকি নিত্য কাজে
সব প্রাপ্তি টুটে যায় ক্ষনিকেই যবে হয় ছাই
চারিদিক শূন্য, আমি কোন খানে নাই।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২২ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




