গল্প নয়, কাব্য নয়, নয় কল্পনা
তোমার রূপের আলো সত্যি অল্প না।
গোলাপের মত তব রাঙা মুখখানি
আঁকিয়া দিয়েছে কেউ রংতুলি আনি।
তোমার রূপের ঐ সোনালী আভায়
প্রদীপের আলো যেন ম্লান হয়ে যায়।
শত তাঁরা তাহাদের রূপ করে দান
তোমারে গড়েছে বিধি আলোর সমান,
সচ্ছ - জল মধু দিয়ে মোমের প্রলেপ
নিজ মনে গড়েছেন মহান ইষ্টদেব।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




