পৃথিবীতে কতো সুখ জেনেছি আমি,
চারিদিকে অন্ধকার এসেছে নামি -
মাতৃহীন পিতৃহীন আশ্রয়হীন পথে
অন্নহীন বস্ত্রহীন দুর্ভিক্ষের সাথে,
ভেঙেছে জীবনের ক্ষুদ্র অঙ্কুর
মোর কানে বাজে শুধু বেদনার সুর।
মায়া হীন ছায়াহীন ভালবাসাহীন
জীর্ণ দেহ ক্ষুধাতুর হয়ে আছে ক্ষীণ,
পথে পথে ফিরি সদা অন্নবস্ত্র নাই
ভিক্ষা কভু নাহি করি কর্মে অন্ন চাই।
ঘরহীন শিশু আমি মাতৃ পিতৃ হীন
এ জীবন মরুসম মমতা বিহীন
কোন গর্ভে জন্ম মোর কোন জন পিতা!
জননী কি অভাগিনী যুদ্ধে পরাজিতা?
মাতৃক্রোড় স্নেহ ছায়া বঞ্চিত এ প্রাণ;
তোমাদের মাঝে বাঁচি নিয়ে অসম্মান।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




