নারী ও পুরুষ কেহ নয় ছোট কেহ নয় বড় কারো,
উভয়ে সমান প্রকৃতির দান, মুর্খ তত্ত্ব ছাড়ো-
কে বলে নারী এসেছে ধরায় পুরুষের প্রয়োজনে!
জননী বিহীন পুরুষ জন্ম লভিয়াছে কোন খানে?
একেরে বিনা অপরে আসেনি এসেছে দুজন সাথে
ধরনীর মাঝে মমতার ঘর জন্ম নিয়েছে তাতে।
পুরুষ যতটা দিয়েছে শ্রম নারীও দিয়েছে তত
দুজনে মিলে তিলোত্তমা গড়েছে নিজের মতো।
সংসার বলো সন্তান বলো, বলো যত খুটিনাটি
দুজন মিলে কঠোর শ্রমে করেছেন পরিপাটি।
যত সভ্যতা যত মহানগর যত আছে অবদান
নারী ও পুরুষ উভয়ের ত্যাগ রয়েছে তাদের দান।
জ্ঞান বিজ্ঞান ধর্ম সাধনা শিক্ষা দিক্ষা মাঝে
নারীও পুরুষ উভয়ের দান রয়েছে সকল কাজে।
কারো অবদান ক্ষীণ নয় এই নিখিল বিশ্ব মাঝে
একে অপরের পরিপূরক হয়ে রয়েছে সকল কাজে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




