ধরায় বিকশিত ক্ষুদ্র যত প্রাণ
তাদের বিশ্ব মাঝে বৃহৎ অবদান
লুকিয়ে আছে প্রতি বিন্দু-কনা মাঝে
আলো, সৌন্দর্য, শক্তি তাহাতে বিরাজে।
ক্ষুদ্র ফল তুচ্ছ ফুল ক্ষুদ্র অনুজীব
বৃহৎ ধরনী রাখে জীবন্ত সজীব,
প্রতিক্ষণ নিজ প্রাণ বিলায় ধরা তলে
জীবন সত্তা রচে এই জল স্থলে।
ধুলি কণা বিন্দু জল ক্ষুদ্র পরমাণু
বিকশিত করে ধরা দিয়ে নিজ তনু
কিছু নহে ক্ষুদ্র তুচ্ছ নহে গুণহীন
বিশাল সংসারে আছে সকলার ঋণ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




