কোনো কথা বলিবার নেই আর সাধ
তবু যেন বুকের মাঝে স্বপ্ন অগাধ
জেগে থাকে ঘুমঘোরে নির্জন রাতে
কথা বলি অনাবিল শুধু তার সাথে।
যখন ছিল মানুষ মানুষের কাছে
কথা বলাবলি হতো কাছাকাছি এসে
ভালবাসা ছিল বুকে স্রোতের মতোন
সকলেই সকলের করিত যতন।
যেন আজ নির্জন পৃথিবীর কোল
অন্ধকারে হারিয়ে গেছে মানুষ সকল।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


