কালরাত থেকে গান টা শুনছি। ভালই লাগছে।Studio 58 & Singers অ্যালবামের "আমার রাজকন্যা"। ডাউনলোড লিংক টা দিলাম। শুনে দেখতে পারেন। সাথে লিরিকটা ফ্রি।
আমার রাজকন্যা
রাজকুমারী দুএকটা কথা বলি বারান্দাটা ছেড়ে যেও না,
ভালবাসি নিজের থেকে বেশী একটু খানি দাড়াও না,
আমি যে সারাদিন হয়ে যাই আনমোনা
চিৎকার করে বলি, হাত দুটি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা ।
তোমাকে শেষ দুএকটা কথা বলি ফোনটা রেখে দিওনা,
এক্সাম হলে তোমাকে চিন্তা করি একটু কথা বলোনা,
আমি যে সারাদিন হয়ে যাই আনমোনা
চিৎকার করে বলি, হাত দুটি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা ।
চোখ দুটো ভোরবেলার শিশির, চুলগুলো মেঘলা
দেখলে পরে, আমি সত্যি বলছি, হয়ে যাই ভাবলেশহীন
ডাউনলোড
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




