ভালোবাসা একটি স্কেলার রাশি
গন্তব্যহীন যাযাবর জাতির পথচলা ।
ভালোবাসা একটি শব্দের প্রতিধ্বনি
কখনো কমেডি, কখনো ট্রাজেডি ।
ভালোবাসা একটি যুবকের নির্ঘুম রাত
অতীত স্মৃতি ভুলে যাওয়ার অব্যর্থ চেষ্টা ।
ভালোবাসা একটি যুবতীর অ্যাডভেঞ্চার
রেড সিগনাল দেখে রণক্ষেত্র থেকে পলায়ন ।
ভালোবাসা একটি যুবতীর নন-স্টপ প্রলাভ
৩০ পয়সা মিনিটের গ্রামীণ ফোনের নতুন এক অফার ।
ভালোবাসা একটি দূর্নিবার আর্কষণ, একটি ধ্রুবতারা
অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




