পূজার কারণে হাট বন্ধ করার সিদ্ধান্ত থেকে অবশেষে ফিরে আসতে বাধ্য হয়েছে সরকার। ‘১২ই সেপ্টেম্বরের আগে কোন গরুর হাট নয়’ এমন রহস্যজনক সিদ্ধান্ত জারি করা হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পক্ষ থেকে। অজুহাত হিসেবে দাড় করানো হয় রাস্তায় যানজট। গরু ব্যবসায়ীরা বলেন, “প্রতিবার গরু বিক্রি করতে কোন সমস্যা হয় না, এবার এ ধরনের সিদ্ধান্ত হিন্দুদের পূজার কারণে করা হয়েছে। হাটে আমাদের হেনস্থা করেছে পুলিশরা। তারা আমাদের কয়েকজনকে ধরে নিয়ে গেছে। গত ৩ দিন যাবত কোন গরু ব্যবসায়ী নামতে পারছে না। মাত্র ৪ দিনে গরুর হাট বসানো এবং লক্ষ লক্ষ গরু বিক্রি করা কখনই সম্ভব নয়।”
এদিকে আজকে সাধারণের জনগনের কাছে বিষয়টি ফাস হয়ে গেলে সবার মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে উপসচিব সৈয়দা সালমা জাফরীনের এক জরুরী ফ্যাক্স বার্তায় এ রহস্যজনক সিদ্ধান্ত তুলে নেন। উল্লেখ্য এবারের হিন্দুদের দুর্গা পূজা ১৫ই সেপ্টেম্বর এবং মুসলমানদের ঈদ ১৬ই সেপ্টেম্বর পড়েছে।
হিন্দু ধর্মে গরুকে দেবতা মনে করা হয়, যার কারণে ভারতে আইন করে মুসলমানদের গরু কুরবানী নিষিদ্ধ করা হয়েছে।
(ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ফ্যাক্স বার্তা)
সূত্র: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






