শব্দের শ্লিল-অশ্লিল থাকে না,
ছন্দের মিল বন্ধনে কবির
কামনা-বাসনাও হয়ে যায় কবিতা।
আমি অপটু, ছা-পোষা
নারীর অপর নাম মাগী বললেই; গালি।
তোমার উন্মুক্ত যৌনতা সাহিত্যিকের
হাতের ছোয়ায় অমর উপন্যাস,
আমার অবাধ্য হাতের বাড়াবাড়ি; লিখলেই চটি।
ভ্রমর ফুলে ফুলে ঘুরার পায় অবাধ আমন্ত্রণ
কৃষ্ণের প্রেমে পাগল শত রাধা,
আমি আচলের ফাকে ক্লিবিজে তাকালেই; দুষ্চরিত্র।
ধর্মকে গালি দিলেই মুক্তমনা
পক্ষে গেলেই মৌলবাদী?
সুশিলেরা দেয় গণতন্ত্রের নিত্য নতুন উপমা
আমার ককর্শ হীন শব্দরা; মানবতা বিরোধী।
ক্ষমতায় বসলেই কেবল এগিয়ে যায় দেশ
বিরোধী দল নৈরাজ্যকারী।
প্রতিবাদী শব্দ হারামজাদা রাষ্ট্রদ্রোহি
তুমি ছুলেই ভালোবাসা, আমি ছুলেই ধর্ষণকামী।
উষ্ণতার জন্য তোমার বুক খুজছিলাম
তুমি বললে, পুরুষ আমি মাংস খুজি।
তুমি-তোমরা গড়েছো অলিখিত সংবিধান
এই বিশুদ্ধ নগরিতে আমি একাই অপরাধী,
বুকের ভেতর নরক আমার; আমি একালা পাপী।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




