শহরে আগুন লেগেছে পুড়াগন্ধ বাতাসে
রাত পরীদের ডানা পুড়ছে ভালোবাসা আত্মহননে।
আগুন লেগেছে পেটের উদরে, আগুন লেগেছে বুকের বা পাশে
ক্ষুধায় পূর্ণ নগরে প্রেমিক মরছে প্রেমিকার ঠোঁটে।
নিরবতার নিস্তব্দতা কানের তালা ভাঙ্গে
মানবতা দাফন লাশের মিছিলে,
এক কুজো বুড়ী কী অভিলাষে
রূপকথার গল্প ফেরী করে এই মৃতদের শহরে!
বুকের উপর বুট উঠেছে
জীবনের সমাপ্তি বুলেটের চুম্বনে
রক্তের দাগ লেগে আছে হাতায়, কলারে
কলঙ্কের দাগ লেগে আছে
শাড়ির আঁচলে, ক্ষমতার সিংহাসনে।
এক দ্বৈতের রাক্ষুসে থাবার ভেতরে
পাখি গুলো গুমড়ে মরছে আর্তনাদে।
এই মৃত্যুপুরীতে,
আকাশ থেকে রক্ত ঝরছে
মাংস পুড়ার কালো ধৌয়ায় মেঘ গুলো কাঁদছে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৩ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


