খবর তো পাচ্ছো
এখন রোজ নিয়ম করে খাই
ঘুমাই, অফিস যাই ঠিকমত।
যাপিত জীবনের নিয়ম মানছি।
সাংসারিক অবজ্ঞাও কমে এসেছে
অভিযোগ, অনুযোগ, অভিমান আর কারো নেই।
এই যে অষ্ট প্রহর ওষ্ঠ জুড়ে
আচ্ছাদিত হচ্ছে প্রসস্থ হাসি
পূবাল হাওয়া ঠিক
সে খবর তোমার কাছে পৌছে দিচ্ছে।
খবর আমিও পাচ্ছি
তুমি পুরো দস্তুর সাংসারিক হয়ে উঠেছো।
যে তুমি একজন পূর্ণ বয়স্ক যুবকের ভাষা বুঝতে না
সেই তুমি সন্তানের আধোবল ঠিক বুঝে নিচ্ছো।
দরকারে-অদরকারে বিলিয়ে দিচ্ছো নিজেকে
অন্যকারো আবদারে, মিটিয়ে দিচ্ছো।
বেশ গুছিয়ে নিয়েছো।
উড়নচণ্ডী মেঘের কাছে
সে খবর নিয়ম করেই রাখছি।
খবর তো দু'জনেই পাচ্ছি
আমি ভালো আছি
তুমিও সুখে আছো।
প্রেম প্রতিজ্ঞার সকল প্রতিশ্রুতি অমান্য করে
কী নির্লিপ্ত নির্লজ্জতায় দু'জনেই বেঁচে আছি,
বুকের মধ্যে সৃতির গহীন সুড়ঙ্গ নিয়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১৪