সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর থেকে অনুপ্রানিত, উনি যেটাকে বলেন "অপাঙ্ক্তেয়"।
বিদায়ের সম্ভাষণ
----------------
যাবার সময় যদি দেখা না পাও
বুঝে নিয়ো চোখে জল ছিলো,
যদি মুখ ফিরিয়ে রাখি
তবে ফেরবার সব পথ বন্ধ।
যদি সম্মুখে তাকিয়ে থাকি
তবে প্রতীক্ষায় থাকবো।
বিদায়ের সম্ভাষণ
চোখ চেয়ে বুঝে নিও।
মূল্য
----------
কী আশ্চর্য! মূল্য না নিয়েই লিখে দিয়েছি আমার স্বত্ব।
দেহ আমার, বুক আমার, হৃদয় আমার, চোখ আমার, মগজও আমার।
অথচো কী নিশ্চিতেই না তুমি বসত করো।
তোমার ও পারার দ্বার রুদ্ধ। ঢুকতে গেলেই বলো- পরিশোধ করো রুদ্রাক্ষ।
সাকসেস
------------
উঠতে উঠতে এতটাই উপরে উঠে যাব
যেখানে আমিই একেশ্বর।
দূরে সরতে সরতে এতটাই দূরে চলে যাব
যেখান থেকে আর ফেরানো যাবে না।
দূর থেকে তোমরা আমার মাথাই দেখবে শুধু
বুকের নিকট কাউকে পাবে না।
মজুদ চাই
-----------
ধার দেনা করে চলছে আমার দিন
আজ এর ঘরে তো কাল সেই হোটেল।
এভাবে আর কত শাড়ীর গিট খোলা যায়?
আমার নিজের মজুদ চাই
আমার একান্ত ব্যাক্তিগত তুই চাই।
অসহায়
--------------------
দয়া-দাক্ষিণ্যে যে ধন মিলে না
সেই ধন ছিনিয়ে নিতে হয়, আমি জানি।
কিন্তু তোর কাছে আমি অসহায়
না ছিনিয়ে নিতে জানি, আর না দয়ায় পাই।
এমনি বিত্তশালী অসুর তুমি
আমি হত দরিদ্র, অসহায়।
যোগত্যা
-----------
আমাকে সবাই এড়িয়ে যাচ্ছে, তুমিও যাচ্ছো। আমার কিছুই হচ্ছে না।
সম্মুখেন অন্ধকার পথ জেনেও মানুষ কোন বিশ্বাসে আশা বাঁধে?
আমার চারপাশে ঘনঘোর অন্ধকার, তার মধ্যে এমন করে তোমাতে ফেসেছি
এই নিশছিদ্র অন্ধকার আর সহ্য হচ্ছেনা, অথচো তোমার দিকে যাবার কোন পথ খুঁজে পাচ্ছি না।
আমাকে সবাই এড়িয়ে যাচ্ছে, তুমিও যাচ্ছো। পৃথিবীতে হয়তো এইটুকু যোগ্যতাই নিয়ে এসেছি।
স্বভাব
----------
আজ যা নেই বলে আফসোস করছি
কাল তা পেলে বিরক্ত হয়ে যাই।
লড়াই
---------
তোমার লড়াই তুমি লড়ো, মিছে আমাদের টানছো কেন।
আমি জানি, ক্ষমতার সিংহাসনে যেই বসে সেই শোষণতন্ত্রী।
একক অধিকার পেয়ে গেলে প্রেমিকাও স্বৈরাচারী।
আমি বারেবারে লড়তে গিয়ে জেনেছি, এই লড়াই মূলত চেয়ারের।
যেসব প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভাগ্য ফেরাতে চাও, তাতে শুধু তোমাদের ভাগ্য ফিরে।
এও ভুল বকছে, তুমিও ভাট বকছো।
মিথ্যা প্রলোভনে বারবার ভুলেছি। জানি- এখন যে গান গাইছো, এও মিথ্যার গান।
রদবদল হলেও আমার কপাল সেই গোপালই থেকে যাবে।
আজ একে নামাবো, কাল তোমাকে। এও টানছে, তুমিও টানছো।
তোমাদের এই টানাটানিতে আমি ছিড়ে যাচ্ছি।
একবার বোঝো- আমি না থাকলে, তোমাদের গতি কী?
কার উপর শাসন করবে, শোষণ করবে?
নিজেদের টিকিয়ে রাখতেই আমাদের বেচে থাকতে দাও।
পাগলও তো নিজের ভালো বোঝে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৪