মাঝে মাঝে মনেহয় স্বৈরশাসক হই
ঈশ্বরের মত তোমার এক ও একক হই,
তুমি হও আমার একত্ববাদী প্রেমিকা
আমিই তোমার একেশ্বর অধিপতি।
মাঝে মাঝে মনেহয় ধূত শিকারী হই
শব্দ বাণে আহতকরি তোমার হৃদয়টাকে
বন্দীকরি আমার বুকের খাঁচায়।
মাঝে মাঝে মনেহয় শয়তান আযাযিল হই
স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে দিয়ে
তোমার ঘারে চেপে বসি,
তুমি বারবার ভুল করো আমার দোহায় দিয়ে।
মাঝে মাঝে মনেহয় পুঁজিবাদী পিশাচ হই
সমস্ত পৃথিবীটা কিনে নিয়ে তোমার পায়ে রাখি
তোমার মনিব হই।
মাঝে মাঝে আমি মাতাল হই
লম্পট গালি শুনে ঘুরে বেড়ায় এপাড়ায় ওপড়ায়
কিন্তু কোথাও তোমার গায়ের গন্ধ নাই।
সেই গন্ধের নেশায় মাঝে মাঝে মনেহয় ডাকত হই
ছিনিয়ে নিয়ে আসি তোমায় ঐ বুক থেকে, ঘর থেকে, সংসার থেকে।
কিছুই পারি না হতে, শুধুই বখাটে প্রেমিক রই
মোড়ে মোড়ে চায়ের কাপে ব্যার্থ প্রেমের হল্প শোনাই।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




