১# কার থেকে মুখ ফেরাবো
কার দিকে চাইবো ফিরে
বিষাক্ত ঠোঁঠে চুমু রেখে পেতে দিয়েছি বুক
সব দোষ নিজেরি ঘারে।
২# পৃথিবীর সব গল্প গাঁথা একি সূত্রে
দাগ চাঁদের গায়ে, চোখ টাটায় হিংসুকে;
দাগ, নাকি সুন্দর্যে? হিংসার চোখ কীসে পুড়ে?
৪# তুমি আমাকে মারছো, পুড়ছি আমি ভীষণ
মরতে মরতে মরার আগে তোমার নামই জপছি সারাক্ষণ।
৫# সে রোজ রাতে আসে
আমি চোখ বুজলেই স্বপ্নে দেখা দেয়,
কিন্তু ব্যস্ত পৃথিবীর অহেতুক কোলাহল আমাকে ঘুমাতে দেয় না।
সে যেন এসে যেতে না পারে, এজন্য মৃত্যুর মত প্রগাঢ় ঘুম চাই।
৬# হাঁটতে গেলেই পা বেঁধে যায়
চলতে গেলেই হোঁচট লাগে,
পদে পদে বাঁধাই আমার
বিদ্রোহী হবার অন্তরালে।
৭# যুদ্ধ যা নিয়েই হোক
পবিত্র ধর্ম নিয়ে হলেও সে যুদ্ধ নোংরা
তোমার আমার ঝগড়ার মত।
ধর্ম ও প্রস্ফুটিত হয়
ভালোবাসার ফুল ফোটানোর মধ্য দিয়ে
নব দম্পতির বিবাহ বাসরের মত।
৮# দ্বিধার দু'পাশে দুটি হৃদয় মিলনে অভিমুখী
ভেতর জুড়ে প্রেমের জ্বর, শংকা অনুভূতি।
৯# সম্পর্কের মানচিত্রে আমরা ভেঙ্গে
দুটি দেশ তুমি আর আমি।
দুপাশেই চলছে সমান কূটনীতি
আমি তোমাকে দখলে, তুমি বিপরীত মুখি।
১০# মার্কাটা যদি হয় তোমার ঠোঁট
জিতেই তোমায় দিবে নৈশ্যভোট।
১১# ভয়াল আঁধার ঘনিয়ে এলে
কালো ছায়ার মানুষ গুলো
খুলে ফেলে চামড়ার খোলস,
মিশে যায় ভয়াল কালো অন্ধকারে
তাইতো আঁধারকে এত ভয়।
১২# সৃষ্টিকুলে কি এক আমি একাই পাপী
আলোর খোঁজে আঁধার মাপি।
১৩# কে জানে কখন কী লিখে ফেলে
কালো কালি কার কলঙ্ক আঁকে
কলমটাকেই তাই তীব্র ভয়
বুদ্ধিহীন রোবট গড়ে।
১৪# নোনা জল ঝড়ে ঘামে, মূত্রে
তবুও চোখের জলে এত কষ্ট কেন?
একি তো H2O।
সেই তো হাইড্রোজেনের দুইটা অণু
আর অক্সিজেনের একটা,
তবুও এত বিভেদ কেন?
১৫# Even god is a secular. ঈশ্বর সবার।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



