আমরা জানি, চুড়ি সুন্দর্যের প্রসাধনী
বেড়ী বানালো কে?
যে আঁচলে বাধা থাকে সংসার, সন্তান, স্বামী
দূর্বলাতার শিকল বললো কে?
পায়ে নুপুরের শব্দে যে বুকে আন্দোলন ওঠে
সেই নুপুরে বাধা পরলো কে?
পোষাকেই মিলছে পরিচয়
বিদ্বেষ কি এমন ভাবে ছড়িয়ে পরা উচিত?
লুঙ্গি কাছা মারতে শিখলেই মস্ত পুরুষ
ওড়নায় বুক ঢাকলেই ভীরু নারী।
যে কপালের টিপে আটকে যায় সহস্র পুরুষের হৃদয়
সেই কপালে এত দু:খ লিখলো কে?
মাতাল করা নেশার চোখে, অশ্রু ভরলো কে?
কে খুলেছে কুচির গিট? উম্মুখ যৌণতা?
অধিকারের বিধান কি কেবল দূর্নামের ভাগ নেওয়া?
প্রকাশ ধূমপান বা সুরার বতলে
কী এমন দু: সাহসিকতা লুকিয়ে আছে?
বিকিনি-পেন্টিতে কতটুকু বীরত্ব?
যৌণবাজ পুরুষেরা যদি কেবল
মাংশ পিন্ডের জন্যই উম্মুখ হয়ে থাকে,
তবে তার মালিক কে?
চাকর কার হওয়া উচিত?
অথচো মোটিভেশন স্পিচে বলে
দুর্বলেরাই কেবল বাহানা খোঁজে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৪ রাত ১১:৩০