আমরা ছিলাম ৪ জন, পরে এসে যোগ দিল আরও ১, হলাম আমরা ৫, ময়নামতি ওয়ার সিমেট্রি আমাদের গন্তব্য।সিএঞ্জিতে চড়লাম সবাই,ভাড়া জনপ্রতি ১৫ টাকা,একটু বেশি বোধয়,থাক ঈদের সময় একটু বেশি দেওয়াই যায়, তাছাড়া টাকাটা তো আর আমার পকেট থেকে যাচ্ছে না
উদ্দেশ্য আমাদের ব্যর্থ, সিমেট্রি বন্ধ!! লে হালুয়া, ঘুরতে এসে এ কি জ্বালাতন!!
সিএঞ্জিতে ওঠো আর ব্যাক করে চল সেই চিরচেনা ধর্মসাগরে---- ৫জনের একজন বলল।
ধর্মসাগরে এসে আরেক লঙ্কাকাণ্ড। চারদিকে শুধু ডিএসএলআরের রমরমা ব্যাবসা
যাত্রা শুরু করেছিলাম বিকাল ৪ টায়। কলেজে এসে যখন পৌছুলাম, বাজে তখন ৫ টা ৪০ মিনিট। আমরা ছিলাম ৫ জন, পরে এসে যোগ দিল আরও ২ জন। ৪ জন কার্ড খেলছে,আম্রা বসে আছি ভবনের সিঁড়িতে,
রাত বাড়ছে ,নীড়ে ফিরতে হবে ........................।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




