প্রফে টপ করা মেয়েটাকেও,যখন শুনতে হয় -- 'তোদের মতন গরুছাগলরাই কেন আমার সাথে কাজ করতে আসিস! ' তখন বুঝতে পেরেছিলাম আমি পারফেকশনিস্টের হাতেই পড়েছি,অপারেশন ভাল হবেই,ইনশাআল্লাহ!
অপারেশনের পর কেবিনে ট্রান্সফার করার পরে সেই সার্জন রাউন্ডআপে এসে ওষুধের নাম বলেন, ইন্টার্ন ভাইয়াটা লিখতে ভুল করে,আর স্যার আস্তে করে বলেন - একদম লাথি দিয়ে বাইরে ফেলে দেব! ' তখনই বুঝতে পেরেছিলাম স্যার সিরিয়াস,রোগীকে নিয়ে বড্ড সিরিয়াস।আমি দ্রুতই ভাল হয়ে উঠবো,ইনশাআল্লাহ।
এত রগচটা স্যার কেন সব ইন্টার্নদের মাঝে পপুলার কেন সবার প্রিয়? এর উত্তর খুজতে গিয়ে যখন জানতে পারি,সবাই তাকে ভাই ডাকে..... স্যার না! তখন বুঝতে পারি এনার আন্ডারেই বের হয়ে আসবে আরও অনেক পারফেকশনিস্ট,যারা পেট কেটে ঘাবড়ে যাবে না, ছোট্ট একটা অপারেশন কমপ্লিকেটেড হয়ে গেলেও শেষ করবে তবুও ঘাবড়াবে না।
।
সালাম রাজন স্যার থুক্কু রাজন ভাই
,
কুমিল্লা
সন্ধ্যা ৭ টা বেজে ২৯ মিনিট!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




