রাজধানীর ধূলা দূষণকে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি , সরকার উদ্যোগ না নিলে ঢাকা এক সময় ধূলার নগরে পরিণত হবে।ছোট আকারের ধুলিকণা বায়ুতে ভেসে থেকে দূূষণ ঘটায়। বায়ুতে ভাসমান ধূলিকণার সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে সর্বোচ্চ ২০০ মাইক্রোগ্রাম।
বিশেষজ্ঞেদর মেত ধূলা দূষণের কারণ রাস্তা ও আবাসিক এলাকায় ইট ভাঙার মেশিন ব্যবহার, ফুটপাতের ধূলা জমার অনুকূল গঠন, রাস্তা খোঁড়া, বিশেষ করে রাজধানীর বাইরে থেকে আসা যানবাহনের চাকা ও শরীরে লেগে থাকা ধূলা ইত্যাদিসহ বিভিন্ন বিষয়।
ধূলা দূষণের ফলে শ্বাসকষ্ট, যক্ষ্মা, হাঁপানি, চোখের নানা ধরণের রোগ, ব্রঙ্কাইটিসসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
ধূলা দূষণ ঠেকাতে নিয়মিত রাস্তা পরিস্কার, পরিসেবা কাজের সময় রাস্তা খননে সৃষ্ট মাটি সম্পূর্ণ সরিয়ে ফেলা, দালান-কোঠা বা অন্য কোন অবকাঠামো তৈরির সময় নির্মাণ সামগ্রী রাস্তার ওপর বা পাশে খোলা জায়গায় না রাখা, অবকাঠামো ভাঙার যথাযথ নিয়ম অনুসরণ করা, ড্রেন থেকে তোলা আবর্জনা রাস্তার পাশে জমিয়ে না রাখা ইত্যাদি প্রধান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




