অক্লান্ত পরিশ্রমী কাঠ মিস্ত্রীর মতো
নিখুঁত খোদাই করে তৈরী করেছি
তোমার আমার সম্পর্কের সেতুবন্ধন
প্রতিটি খাঁজে খাঁজে মিশিয়ে দিয়েছি
সযত্ন কামনার ছোঁয়া!
সুশীল লাম্পট্য!
তুমি আমার প্রতারণা বুঝতে পারো না,
তাইতো তোমার পুরু ঠোটে
প্রতিনিয়ত কামনা এঁকে দেই।
প্রতিটি শিহরিত রক্ত কনিকায়
মিশিয়ে দেই পটাশিয়াম সায়ানাইড
রক্ত চোষার মতো ক্রমশ শুষে নেই
তোমার সমস্ত মৃত লোহিত কণিকা
তোমার অনাবৃত বক্ষ আমাকে উত্তেজিত করে না
যতোটা না করে তোমার মৃত রক্ত
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




