প্রায় সবাইকেই বলতে শুনি, ঈদে আগের মতো ভালোলাগেনা, কি জানি একটা নাই নাই অনুভূত হয়।
হ্যাঁ আমারও তাই মনে হয়। সেই ছোট বেলার মতো করে আর কখনোই ঈদ আসবেনা জানি।শুধু ঈদ কেন কোন কিছুই আসবেনা ফিরে আর।
এখন তো অবসর গুলোও কেটে যায় কেমন কর্পোরেট নিয়মে। মনের কোথাও ছোট ছোট পেরেক ঠুকে দেয়া আছে যেন উড়তে না পারে অসীমে।
বাড়ি যাওয়া হয় মাঝে মাঝে কিন্তু সবাই মিলে একই টেবিলে বসে খাওয়া হয় না বিশেষ উপলক্ষ ছাড়া। আর ঈদে সবার অফিস বন্ধ, এই সময় টুকুই একমাত্র ভালোলাগা হয়ে থাকে পরিবারের সবার সাথে থাকার।
ছোট বেলায় ঈদে দাদু বাড়ী, নানু বাড়ী যাওয়া হতো আর এখন ঈদে যাই নিজের বাড়ী
আমি হতাশ হইনা আর,যে অতীত চলে গেছে তাকে ফিরিয়েও আনতে চাই না। আমি আমার বর্তমান সময় ঘিরেই পথ চলি শুধু বুকের মাঝে একটা চিনচিনে ব্যথা অনুভব করি প্রায়শই।
কাল বাড়ি যাবো, আবার কতোদিন পরে পুরো পরিবার একসাথে। কর্পোরেট জীবনের স্যাঁতস্যেঁতে আবহাওয়া থেকে অন্তত কয়েকটা সবুজ শ্যামল দিনে ফিরে যাবো আবার।
ঈদ মোবারক সবাইকে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




