দীর্ঘ পাশাপাশি পথটায় যখন অবিশ্বাসী ঘাতকেরা বাসা বাঁধে
তখন আমাদের সুপরিচিত ভালোবাসারা,
যাযাবর হয়ে যায়, হয়ে যায় বেদূইন উন্মাদ
বুনে চলা পথটা, পথের বাঁকেই খেই হারিয়ে পরে থাকে
নি:শব্দ মৃত:প্রায়
দীর্ঘ গ্রহণের মতো রাত্রি এসে,
চেপে ধরে তার বায়বীয় ভালোবাসা
আহারে বেচারা কতোকাল ছুটে চলেনা!!!
দুষ্ট কাঠবিড়ালীর সাথে,
দেখেনা দুরন্ত মাছ শিকারী কৈশোর
অথবা একটি কিশোরী চাতক
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




