রেজাউল করিম প্লাবন, ১১ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : কারচুপি করে নির্বাচন করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করেছিল দাবি করে আওয়ামী লীগের অন্যতম থিংকট্যাংক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, হলমার্ক অর্থ কেলেঙ্কারির বিষয়টিতে বিব্রত বা অস্বস্থিকর হওয়ার মত কিছু নেই। এ ধরনের অনিয়ম অনেক সময় অনেক দেশেই আমরা দেখেছি। কঠোর হাতে দমন করে ব্যাংক যাতে টাকা ফেরত পায় আমরা সে ব্যবস্থা করছি।
জাস্ট নিউজের সাথে একান্ত আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের নিয়ে নিজেরা আবার ক্ষমতায় আসতে বিএনপি যে ক্যু’র পরিকল্পনা করেছিল সেটি জনগণের আন্দোলনের মুখে পতন হয়। তারা আবার ক্ষমতায় আসতে তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্টি করে।
তিনি বলেন, হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা হচ্ছে। এর সাথে সরকার কিংবা সরকার দলীয় কেউ জড়িত নয়। জনগণের অকল্যাণ হোক তা আমরা চাই না। সরকার বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছে। হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িতদের রেহাই পাওয়ার কোন সুযোগ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের “তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের বাকশালী ভূত” মন্তব্যের জবাবে হানিফ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের নয়, বিএনপির বাকশালী ভূত।”
অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হানিফ বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার আনতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না বলে আমার মনে হয়। তার পরও সংবিধান বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে ভাল বলতে পারবেন।’’
আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতির প্রয়োজন পড়ে না। আওয়ামী লীগ আন্দোলন করতে পারে, আবার নির্বাচনও করতে পারে। যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন যখনই নির্বাচনের আয়োজন করবে আওয়ামী লীগ তখনই নির্বাচনের জন্য প্রস্তুত আছে।
বিরোধীদলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের কর্মসূচির সাথে পাল্টা কোন কর্মসূচি দেয়ার ইচ্ছা আমাদের নেই। তারা (বিরোধী দল) ক্ষমতায় থেকে দুর্নীতি, লুটপাট ছাড়া জনগণকে কিছুই উপহার দিতে পারেনি। তাদের প্রতি জনগণের আস্থা ছিল না এবং এখনও নেই। জনগণের আস্থা না থাকার বিষয়টি বিরোধীদলীয় নেতারা নিজেরাই স্বীকার করেছেন।
জনগণের আস্থা বাড়াতে বিরোধী দল মাঠে নেমেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা মাঠে আছি। জণগণের সাথে আছি। সরকারের সাড়ে তিন বছরের সফলতা আমরা জনগণের কাছে তুলে ধরছি। যাতে জনগণ বিরোধী দলের মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হয়।
কাউন্সিলের অগ্রগতি নিয়ে হানিফ বলেন, ওয়ার্ড টু জেলা পর্যায়ে কাউন্সিল সম্পন্ন করতে কেন্দ্রের ১২টি টিম কাজ করছে। তারা সংগঠনকে ঢেলে সাজাতে এবং কেন্দ্রের নিয়ম-নীতি ওয়ার্ড টু জেলা পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে। ইতোমধ্যে ৬০ ভাগ ওয়ার্ডে কাউন্সিল শেষ হয়েছে। অনেক উপজেলাতেও কাউন্সিল সম্পন্ন হয়েছে। জুলাই-আগস্ট রমজান এবং শোকের মাস হওয়ায় তৃণমূলের কাউন্সিল বন্ধ ছিল। আশা করছি আগামী নভেম্বরের মধ্যে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কাউন্সিল শেষ করে জেলা কাউন্সিল করবো। ডিসেম্বর নাগাদ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ট্রাইব্যুনালে একজন আসামীর পক্ষে ১৫০০জনের সাক্ষ্য গ্রহণের বিষয়টির কড়া সমালোচনা করে তিনি বলেন, বিচারে কালক্ষেপণ এবং বাধাগ্রস্থ করতেই তারা এতো সাক্ষী এনেছে।
যুদ্ধাপরাধী অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন পদমর্যাদাসহ বেশ কিছু কর্মীর আওয়ামী লীগে যোগদান করায় দলীয় আদর্শ, উদ্দেশ্য ও ভাবমূর্তি নষ্ট হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। স্বাধীনতা এবং গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষের জন্য আওয়ামী লীগের দাড় খোলা। কেউ যদি অতীত ভুল বুঝে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আসতে চায় এবং সে যদি চিহ্নিত অপরাধী বা যুদ্ধাপরাধী না হয় তবে সে আওয়ামী লীগে যোগদান করতে পারে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার প্রশ্ন আসে না।
‘‘আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কাঁচের দেয়ালের ভেতর থেকে কথা বলেন” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, “ওনার এধরনের বক্তব্য দুঃখজনক। দলের নেতাদের তুষ্ট করে, তাদের পদলেহন এবং পদ স্থায়ী করতে তার এধরনের মিথ্যা বক্তব্য না দিয়ে শালিন বক্তব্য দেয়া উচিত।
আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এককভাবে নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ১১১টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। এতে মহাজোটগতভাবে জাতীয় নির্বাচন আর হবে কিনা এমন প্রশ্নের জবাবে ] হানিফ বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি মহাজোটে ছিল, আছে এবং থাকবে।
(জাস্ট নিউজ/আরকেপি/ডিএইচ/১০.৫০ঘ)
হলমার্ক নিয়ে বিব্রত বা অস্বস্তির কিছু নেই : হানিফ
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




