
তখন ক্লাস ৬/৭ এ পড়ি। নতুন হেয়ার কাট বের হলো নাম রাহুল কাট!! সবার মাথায় দেখে নিজের মনে সুপ্ত বাসনা জাগলো এই কাট দেওয়ার জন্য।
যাই হক শুক্রবারে গেলাম নাপিত সাহেবের কাছে চুল কাটাতে!! নাপিত সাহেবকে বললাম রাহুল কাট দেন! নাপিত সাহেব তো কিছুতেই আমাকে
রাহুল কাট দিবে না!! তারে মিথ্যা কথা বললাম আব্বুর পারমিশন নিয়া আসছি। উনি সুন্দর করে মুরগীছিলা রাহুল কাট দিলো।
রাহুল কাট দিয়ে নিজেকে নায়কের মতো মনে হতে লাগলো। নায়কের বেশে ঘরে ঢুকতেই ভিলেনরা আমার উপর হামলে পড়লো। কেউ চড়-থাপ্পর, কেউ চুলের মুঠি ধরে ঘুরানি গুনে শেষ করতে পারতেছিলাম না। প্রতিবাদ করতে পারিনি কারণ ভিলেনরা আমার বাবা, মা আর বড় বোন ছিলো। তৎক্ষণাৎ আবার আমাকে চুল কাটাতে পাঠালো।
আজ আবার সেই কাহানীটা মনে পড়লো যখন দেখলাম আমার সেই ভিলেন বাবা, মা, বোন আমার একমাত্র ভাগ্লে যার বয়স মাত্র ৯ মাস তাকে রাহুল কাট দিয়ে নিয়ে এসেছে সেলুন থেকে।
আগে মনে করতাম যুগ পাল্টায় কিন্তু মানুষ পাল্টায় না কিন্তু এখন দেখি যুগের সাথে সাথে মানুষও পাল্টায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




