মুখোশ খুলে পরে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা খুঁজে পাওয়ার নাম করে খুঁজা হচ্ছে, সেথায় যেথায় ধরে, একটা চরিত্রের মত, যখন তখন চরিত্র থেকে চরিত্রে বদলে যাওয়ার মত, সমস্ত নদীর মত, বিদর্ভ নগরীর মত, ভেঙে পরা শারীরিক অর্গলের মত। যেন তাবৎ কিছু বয়ে যায়, গলে যায়, গলে গলে সমস্ত কিছু আলোকিত হয়ে যায়। তারপর বহমান শ্রুতিপথ ধরে তুমি আমি কিংবা আমরা, একটা বহু মাত্রার হিংস্র প্রাণীর দিকে যেতে যেতে দেবে যাওয়া।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





