ব্লগে আমার এক ও অদ্বিতীয়া বন্ধু কোজাগরী চাঁদ অনেক দিন ধরেই নিঁখোজ। তার লেখার হাত ভালো । সে গান শুনায় অনেক। অবশ্য নিজের কন্ঠে নয়। সরাসরি লিংক দিয়ে দেয়।
তার গানের রুচি ভালো।
যারা তাকে মাইনাস দিয়ে দিয়ে ভড়কে দিয়েছেন, অনেক দুরের অতীতে, তারাও তার জন্য অসঙখ্য ++ দিয়ে বন্ধু হয়েছিলেন কাছের অতীতে।
তার ব্লগে অনেক বার ভিজিট করেছি, কিন্তু সে সব ছেড়ে ছুড়ে ব্লগ বিমুখ হয়েছে। কিন্তু আমি নিশ্চিত, কোন কিছু পোস্ট না করলেও চাঁদ আছে ব্লগে।
তুমি বন্ধু এইবার একটা কিছু লেখা দাও। আর প্রমাণ করে দাও যে...
সব তারারাই আছে দিনের আলোর গভীরে....
কোজাগরী চাঁদের পরিচিতদের অনুরোধ আসুন আমরা তাকে ফিরিয়ে আনতে একটা ফোরাম গড়ি....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




