আজ সকাল ৬ টায় উঠলাম। আমি সাধারনত সকালেই উঠি। Early riser/morning bird সাধারনত যাদের বলা হয়
১.সবাই বিছানায় মরার মত ঘুমাসসে।
২.রাত ১/২ টায় ফেইসবুক এ ফ্রেন্ড ফুল থাকে আর সকালে ১/২ জন মাত্র অনলাইন এ থাকে।
যাই হোক, একটা কথা বলি,জানি অনেকেকেই আমাকে বলবেন যে "ভাই, আপনার এট মাথা ব্যথা কেন?" তারপরও বলছিঃ 'রাত হল ঘুমের জন্য,আর দিন হল কাজের জন্য।'
যদি দেখেন যে আপনার জীবনে শৃংখলা নেই তাহলে , আপনার "Human Clock" টা একটু পরিবর্তন করে দেখতে পারেন। আশা করি ভাল ফল পাবেন।
সবার সুসাস্থ কামনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


