কেন ডাক আমায় , কেনই বা আবার আমিও ডাকি তোমায়
তুমি দেয়ালের ওপাশে গড়েছিলে রাজত্য , আর আমি এ পাশে;
দেয়াল কালস্রোতে ভেঙে গেল, ভেঙে যেতই সো্রতের অভাবেও,
ভাগ আর ছিলনা, দখল এর ছিল প্রয়োজন তখন, শুরু হল
দৌড়াদৌড়ি একটি চেয়ারের লক্ষ্যে, কখনও তুমি বস কখনও আমি;
তুমি বলতে আমার গায়ে ময়লা ভীষণ, ছ্যা ছ্যা; আমিও বলতাম
একই কথা; শ্রবন পাগল শ্রোতা যে যার দৃষ্টিতে মেপে নিত , ভেবে নিত
একটা সত্য আর মিথ্যে অন্যটা, হযতো কেউ ভাবত মিথ্যে দুটোই।
আমারা কিন্তু দুজনেই জানি ওই শেষ জনেরা ওমন দেখবেই ওরা তো চক্ষু
বন্ধ করে রাখে ( কাউকে বলোনা, জ্ঞান ওদেরকে বদ্ধ চোখেই দেখায়,
ওসব কে আর জানে!)। আমরা দুজনাই দারুন ভাবে অভিযোজিত ,
আমার ময়লা তুমি আজীবন দেখবেই , আমিও দেখবই তোমার টা,
তবে কেন করি আমরা ডাকাডাকি, আমাদের মাঝে সংলাপ হবে--
কে কে বিশ্বাস করে (ঐ চক্ষু বন্ধ জনেরা বাদে), সব্বাই সব্বাই বলে
মারছ কেন ফাল, তুমি আমিই তো করিনা। কেন করব? অভিযোজিত
হয়েছিই তো কাদা ছুড়ব বলেই, আর মজা পাবে (আহম্মক) জনগন।
আচ্ছা তোমার আমার সংলাপ মানেই মেকী ভদ্রতা, দামী নাস্তা , চা
আর দুদিকে মুখ ফিরিয়ে ক্যামেরার সামনে দাঁত কেলিয়ে বলতে থাকা
--আমি হেন আর তুমি তেন; সংলাপ কেন বল তো তোমার আমার?
সবাই জানে তুমিও চেয়ে আছ ঐ চেয়ারে , আমিও। পূর্ব পশ্চিম
উল্টে দিলে দেখার উপর নির্ভর করে কে সামনে আর কে পেছনে ,
দুই পথে ঘুরে ফিরে অগ্র পশ্চাতে সেই একই সুর এর বাদ্য যন্ত্র;
আমরা তো জানিই কে কি চাই; বসে বসে তবে সংলাপের গল্প কেন?
বন্ধ চক্ষুওয়ালাদের শ্রবন পাগল শো্রতার দলে যোগ দেয়ানোর কোন নব
কৌশল নাকি এটা তোমার আমার অভিযোজনের নব অবসর বিনোদন?
04/10/2006
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



