--------------------------------------------
--------------------------------------------
গতকাল রাত সাড়ে এগারোটা কি বারোটা মহা আনন্দে টেনে টেনে সিগারেট এর ধোঁয়া ঢুকিয়েছিলাম ফুসফুসে । ভোরে সেহরী করার পর হাতের কাছে আর পাওয়া গেলনা কোন সিগারেট । সন্ধ্যায় ইফতারের পর মাথা টা ধরেছিলএবং মনটাও কিছু কষ্টের ছোয়ায় ব্যাথায় ডুবছিল......।
এগারোটা পর্যন্ত কষ্ট করে দমিয়ে রাখি সিগারেটের তেষ্টা, দৃশ্যমান সিগারেটের দোকান বন্ধ হয়ে যায় একটু পরেই ব্যাথিত মনেও সফলতার আনন্দ ঘুরতে আসে কারন আগামী কাল সন্ধ্যা পর্যন্ত কোন সিগারেট এর সাদা মুখে আগুন জ্বেলে ফুসফুসে নিতে হবেনা বিষমাখা ধোঁয়া। মাথা ব্যাথার সাথে সখ্য করেছিল হৃদয়ের ব্যাথা।
ফুসফুসও সে ব্যাথার আসরে আড্ডা দিতে এল।
হৃদয়ের ব্যাথা ভুল বোঝা কোন মানুষের অভিশাপে, মানলাম।
কিন্তু সিগারেটও কি অভিশাপ দিতে শুরু করল ভুল বুঝে ?
11/10/06

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


