আঁধারে পরিপূর্ণ মিশে যাওয়া হয়না কখনও,
আলোর পিছুটান বড় প্রবল।
লুকানোর প্রচেষ্টা ব্যার্থতার নদে
ডুবে ডুবে মরে বেঁচে যায় বারবার ।
নিজেকে নিজের মাঝে ইচ্ছে কিংবা অনিচ্ছায়
সুযোগ হয়েই যায় দেখবার ।
ফুল ফোটে গাছে গাছে চিরদিন চিরকাল,
যতই লুকানো মন...
প্রস্ফুটিত জীবনের প্রতিটি বিকাল।
আঁধার ঘিরে ধরে অন্ধ বোধে এই জীবন;
আলো আঁধারের মাঝ দিয়ে গড়ে তোলা পথ...
লুকানো থাকেনা আর জীবনের কোন ভ্রমন।
গল্পে গল্পে সময় জীবনকেও সতেজ রাখে
গল্পে গল্পে লুকিয়ে থাকে আঁধার আর আলো...
জীবনে লুকানোর সকল প্রচেষ্টা প্রতিবারই তাই ব্যর্থ হলো।
২০.০৪.০৫
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



