নারী পুরুষ একে অপরের সঙ্গী। রাষ্ট্র ও সমাজকে উন্নতি করতে হলে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা আবশ্যক।নারীকে ছাড়া কোন রাষ্ট্রই উন্নতির পথে সহজে আরোহণ করতে পারবে না। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর উন্নতির পিছনে পুরুষের পাশাপাশি নারীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
নারীকে অবহেলা করা মানে মাকে অবহেলা করা বোনকে অবহেলা করা। আপনার মা যদি শিক্ষিত না হয় তাহলে আপনিও সহজে শিক্ষিত হতে পারবেননা।
আমাদের দেশে স্কুল কলেজগামী মেয়েদের যেভাবে উক্তক্ত্য করা হয় তা কোন সভ্য সমাজে চিন্তা করা যায় না। বখাটেদের উক্তক্ত্যতার কারণে অনেক মেয়ে পড়া লেখা ছেড়ে দেয়। নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে । সমাজের আইনের দুর্বলতার কারণে সমাজকে সে ঘৃণা করতে শুরু করে। একসময় নিজেকে চিরতরে গুটিয়ে ফেলে। এভাবে অজস্র প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। চিন্তা করেন তো হারিয়ে যাওয়া অজস্র প্রাণগুলোর মধ্যে যদি আপনার আপনজন কোন নারী থাকত। যদি সে আপনার বোন অথবা আপনার কন্যা হত। তাহলে আপনার কেমন অনুভূতি হত ? নিজের বিবেককে প্রশ্ন করুন।
তাই আসুন স্কুল কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করা থেকে রক্ষা করি। উত্ত্যক্তকারিদেরকে সামাজিক আন্দোলনের মাধ্যমে বয়কট করি। উত্ত্যক্তকারিদের মধ্যে সচেতনতা তৈরি করি। নারী দের সম্মান করার পদ্ধতি তাদের কাছে তুলে ধরি।
এভাবে একদিন হয়তো সমাজ থেকে নারী উত্ত্যক্ততা দূর হবে। আমাদের সমাজ হবে মনুষ্য উপযোগী একটি আদর্শ সভ্য সমাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




