মধ্যরাতে একা বারান্দায়
চারদিকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি
বৃষ্টিস্নাত হয়ে সবুজ পাতাগুলোর
সজীবতা যেন আরও বেড়ে গেল
মনের ভিতর কি যেন এক ধাঁধাঁ ঘুরপাক খাচ্ছে
বুকের একপাশে মনে হচ্ছে পাথর জমেছে
চারপাশের মানুষগুলো তন্দ্রায় নিমজ্জিত
নিস্তব্ধ পৃথিবীর অদ্ভুদ সৌন্দর্য উপভোগ করছি
পৃথিবীর এক অপূর্ব ক্ষমতা
মায়ার টানে মানুষগুলোকে বেধে রাখে
তবুও চলে যেতে হয় দূর পরবাশে
সকল মায়ার বাঁধন ছিন্ন করে
এই দূর্ভাগার জন্য কারও কি
চোখে জল আসে
নাকি সবই অভিনয়
দূর্ভাগারা শুধু হাসির পাএ রূপে
বেঁচে থাকে পৃথিবীর বুকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




