শ্র দ্ধেয় / স্নেহভাজন ব্লগার বৃন্দ
কেমন আছেন সবাই
যেমন ই থাকেন, যেভাবেই থাকেন জীবন চলে যাচ্ছে ।
আমি পটপটি আপনাদের ভূবনে নতুন আগন্তুক।
কিছুদিন আগে ঘটে যাওয়া অত্যন্ত দু:খজনক, অনাকাঙ্খিত, কঠিন শাস্তিযোগ্য একটি ঘটনার পরের কিছু ঘটনার অবতারনা করছি।
২৫ ফেব্রুয়ারী বাঙালি জাতির জন্য আর একটি কলঙ্কিত দিন।
সাধারণ বিডিআর জোয়ানরা তাদের প্রতি সামরিক অফিসারদের খারাপ ব্যবহার, তাদের প্রতি অবিচারের জন্য ছিল বিক্ষুদ্ধ।জোয়ানদের সামনে অফিসারদের জৌলুসময় জীবন হয়ত বা জোয়ানদের স্বাভাবিক দায়িত্ববোধ থেকে দুরে ঠেলে দিয়ে করে তুলেছিল বিদ্রোহী। কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দানকারীরা সাধারণ জোয়ানদের আবেগকে ভুল পথে পরিচালিত করে ঘটিয়েছে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ড। সভ্য মানুষ যা কখনও মেনে নিতে পারে না।
কেন এমন হয় !!!!!!!!!!!!
বিডিআর সব আটকানো হলো।এবার বিচার হবে। কাদের ????
কেউ জানে না। কেউ দেখে না পিলখানার গেট গুলিতে প্রতিদিন কতশত বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান ভীড় করে তার আপন জন কেমন আছে জানার জন্য।যদিও ডিজি সাহেব আশ্বাস দিয়েছেন সবাই ভালো আছে। জোয়ানদের সাবান এবং গামছা দেয়া হয়েছে।স্বাধীন দেশে গ্রেফতার নয়, অপরাধী নয়, কিন্তু আপনজনের সাথে যোগাযোগ মানা।
কেন এমন হয় !!!!!!!!!!!!
শহীদ সেনা অফিসারদের রাষ্ট্রীয় সম্মান জানিয়ে দাফন করা হয়েছে। তাঁদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে বলছি কি কি বৈশিষ্টপুর্ণ মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে দাফন করা হয় আমি জানিনা।কিন্তু যে বিডিআর জওয়ানরা অফিসারদের রক্ষা করতে গিয়ে প্রান হারাল, তাদের মৃত্যু কি গৌরব মন্ডিত নয়?? তারা কি দেশ প্রেমিক নয় ?? জীবিত সেনা অফিসারদের কথায় জানা যায় বিডিআর জওয়ানদের জন্যই তারা বেচে গেছেন।মনে রাখতে হবে এই জওয়ানরাই এখনও সীমান্ত আগলে রেখেছেন।
কেন এমন হয় !!!!!!!!!!!!
মাননীয় প্রধান মন্ত্রী মৃত সেনা অফিসারদের পরিবারকে অর্থ সাহায্য দিচেছন, সন্তানদের আজীবন পড়ালেখার ব্যয়ভার বহন করবেন।খুব ভালো উদ্যোগ।সেনা অফিসাররা ১ কোটি টাকা এবং ১টি করে ফ্লাট দাবী করেছেন। খুবই হক কথা। কিন্তু মৃত জওয়ানদের পরিবার কি পেল ??
যে রিক্শা ওয়ালা বাবা মারা গেলেন তার পরিবার ২ লাখ টাকা পেল। তার সন্তানদের বেচে থাকার কোন অধিকার নাই।
কেন এমন হয় !!!!!!!!!!!!
মাননীয় প্রধান মন্ত্রী এর সাথে সন্তানসম সেনা অফিসারদের সাথে কিছুটা কথাবার্তা হয়েছে একান্ত গোপনে। যা পরের কয়েকদিন সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। এর পরপরই সরাসরি কতগুলো ইউআরএল এ্যাক্সেস বন্ধ করে দিল। কেউ সরকারকে বলেনি এভাবে তথ্য প্রবাহ বন্ধ করা যায় না।১৫/১৬ বছরের শিশুরা পিসির সামনে বসে সরকারকে কাছকলা দেখাচ্ছিল। কিন্তু কিভাবে অডিও ক্লিপ গুলি বাজারে আসলো তা কেউ জানলোনা।
কেন এমন হয় !!!!!!!!!!!!
এসব একান্ত আমার নিজস্ব ভাবনা। কোন পক্ষপাতিত্ব নয়।ভুল হলে বুঝিয়ে বলবেন। দয়া করে ব্লাডি সিভিলিয়ান বলে গালি দেবেন না।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




