নেমে এসেছি মেঘ থেকে পায়ে হেঁটে। অভাব অভাব দুনিয়ার
দিকে চেয়ে আছ তুমি। মন্দ্রিত হচ্ছে মিথ্যেরা-
মনোশষ্যের বীজ; মাঠজুড়ে অভিনয় জমিয়েছে বৈরীমুখর দিন
একটি শব্দ পাল্টে দিলো কাস্তের ফলা;
প্রচলিত জিঘাংশা ফলে না এখন এখানে-
চেয়ে আছ তুমি।
তোমাকে প্রস্তাব করছি স্বৈরিনী
বিরোধী আবহাওয়ায়-
চোখ জ্বালা করা দিনে
তাক করে রেখো জলাধার;
দূরে আছ, চেয়ে থাকো
হস্তলিপিবোধ থাকতে নেই সবার
সেই শব্দ নিয়ে যাবে সব বাতুলতা
পরা দুনিয়া ছিন্ন হয়েছে আমার
নেমে এসেছি, তুমি থেকে গ্যাছো
সেই সমান দূরত্বে-
কৃষিঘন যুগের মন্দিরে
মন্দ্রিত হচ্ছে মিথ্যেরা-