প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রথম পাতায় লিখার অনুমতি দেবার জন্য।
রাজনীতিবিদদের উত্থান পতন আমার কাছে খুবই অবাক লাগে। আজ গদিতে কাল রাস্তায় পুলিশের ডান্ডার নীচে। যাহোক মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে বেশ ক’দিন আগে হঠাৎ দেখলাম বাংলামটর দিয়ে যাচ্ছিলেন। গাড়ির পেছনের সীটে পরিতৃপ্ত একজন ব্যক্তিত্ব। মনে হল উনারাই দেশের ভবিষ্যত নির্ধারন করেন!
হঠাৎ ই মনে হল উপজেলা চেয়ারম্যানদের জন্য বিলাশ বহুল পাজেরো কেনার ব্যপারে উনারাই সিদ্ধান্ত নিচ্ছেন। এম.পিদের জন্য শুল্কমুক্ত গাড়ি কিনে তা নিয়ে নয় ছয় সবারই জানা। সরকার উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা বৃদ্ধি করছেন ভাল কথা তাতে সাধারণ জনগনের উপকার হলে ভাল। যা কিনা আমাদের মত অভাগা বাংলাদেশীদের কাছে অকল্পনীয়। সরকার বড় বড় বুলি আউড়িয়ে সভা সেমিনার করে বড় বড় প্রজেক্ট করে এবং সব শেষে তা বড় বড় কর্তাদের আখের গোছানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। সাধারণ জনগনের জন্য জোটে অনুষ্ঠান ভিডিও করার আনন্দ দায়ক কয়েক মিনিট!
উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা বৃদ্ধি হবে কিন্তু তার সাথে বিলাশ বহুল পাজেরো জীপের কি সম্পর্ক? শুধু কি চেয়ারম্যান সাহেবদের রাজধানীর সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য এই বিলাশবহুল গাড়ি নাকি সাধারণ মানুষদের সাথে মিশে কাজ করার সুবিধার জন্য এই গাড়ি? বিলাশ বহুল এসি গাড়িতে বসে উনারা কি পারবেন গ্রামের কাচা রাস্তায় বর্ষার দিনে চলাচল করতে? পারবেন কি শীত, গরম, বর্ষায় তারা ঐ দামী সুন্দর গাড়িতে করে মানুষের পাশে দাড়াতে? সেই মানষিকতা কি তাদের তখন থাকবে? কখ্খনোই না। ক’কিলোমিটার রাস্তা উপজেলা শহরে পাকা? বেশির ভাগ রাস্তাই কাচা এবং তা গাড়ি চলার অনুপযোগী। আসলে এই বিলাশবহুল গাড়ি উপজেলা শহরে পুরোপুরিই অচল বেমানান।
সাধারণ জনগনের মাঝে মিশতে হলে সাধারনের পর্যায়ে যেতে হবে। তাতে সাধারন জনগন নির্ভয়ে তাদের সাথে মিশতে পারবেন। সুটেড বুটেড হয়ে পাজেরোতে করে নয়। পার্শবর্তী দেশ ভারত আজও তাদের এম. পি দের জন্য দেশে তৈরী গাড়ি বরাদ্দ করে। সরকারী অফিসার থেকে শুরু করে উচ্চ পর্যায়ে দেশে তৈরী গাড়িকে তারা প্রাধান্য দেয়। তাতে তাদের মান সম্মান কমে বলে তো মনে হয়না। আমাদের উপজেলা চেয়ারম্যানদের প্রগতি ইন্ডাষ্ট্রিজ এর সংযোজিত মিটসুবিসি যা উপজেলা নির্বাহী অফিসার ব্যবহার করে তা বরাদ্দ করাই কি যুক্তি সংগত নয়?
আপনারা কখনো কি দেখেছেন ঢাকা শহরের রাত দশটার পরের দৃশ্য? সারি সারি রিক্সা ভ্যান রাস্তা সংলগ্ন কোন দোকান বা প্রতিষ্ঠানের কলাপসিবল গেটের সাথে ঠেকিয়ে রাখা বা ১০ ফিট বাই ১০ ফিট মাপের পলিথিনে ঢাকা ছোট ছোট ছাউনী? ছোট্ট মশারী বেধে রাত্রি যাপন করছে গ্রাম থেকে শহরে আসা খেটে খাওয়া মানুষ। সমস্ত দিন মেয়েরা বাসা বাড়িতে কাজ করে বা কেউ রাস্তার ধারে ভিা করে কেউ বা ফুল বা পপ কর্ন বিক্রি করে রাতের বেলা স্বামী বাচ্চা সহ একটি রিক্সা ভ্যানে বা কোন দোকানের পাশে রাত কাটাতে হয় যাদের তারা কোন পাপে তা করছে? ছিন্নমুল বা বস্তিবাসী যাই বলিনা কেন তারা কাদের দোষে ঘড় ছাড়া? তারা আমাদের দেশের নোংরা রাজনীতির শিকার। এদের নিয়ে রাজনীতি করে আ্মরা রাজা বনে যাই কিন্তু ঐ সমস্ত লোক নিঃস্ব হয়ে রাজধানীতে চলে আসে। চল্লিশ পয়তাল্লিশ লাখ টাকা খরচ করে বিলাশ বহুল গাড়ি না দিয়ে ঐ টাকা এই গরিব দু:খী মানুষ যারা নদী গর্ভে সর্বস্ব হারিয়ে বা কোন প্রভাবশালীর কু চক্রে ভিটে মাটি ছাড়া বা বিভিন্ন কারনে যারা ঢাকা শহরে ভাসমান হয়ে থাকছেন তাদের উন্নয়নে ব্যয় করুন তাতে শহর মুখি এই ঢল বন্ধ হবে কর্মসংস্থান হবে এই সহায় সম্বলহীন মানুষগুলির। মাথার উপর খোলা আকাশ না রেখে টিনের চালের ব্যবস্থা করুন। তাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রি ও তার সরকারের ভাবমুর্তি উজ্জল হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




