মাগো, লিখবো কি শব্দ পাইনা খুঁজে
পড়লে মনে তোমার কথা
চোখের ক্ষরণে শব্দ যায় ভিজে।
দিয়েছি যাতনা দুরন্ত শৈশবে কত
আমাকে নিয়ে তোমার
অপেক্ষা, উগ্বিনতা আর অস্থিরতা যত।
ফিরতাম যখন ব্যাথা, পোড়া, কাটা অন্গ নিয়ে
পাড়ায় খেলতে গিয়ে
চিৎকার তোমার মনে পড়ে মাগো
সারতো ক্ষত তোমার মমতা দিয়ে।
মাগো, লিখবো কি শব্দ পাইনা খুঁজে
পড়লে মনে তোমার কথা
চোখের ক্ষরণে শব্দ যায় ভিজে।
কৈশরে তোমায় দিয়েছি কষ্ট
চুপ করে ছিলে মা তুমি
তোমার মৌনতায় করেছি সময় নস্ট।
পারিনিকো মাগো শুনতে তোমার কত বারণ
দিশাহীন, অর্থহীন
যৌবনে আমার উদ্ধত আচরন।
মাগো, লিখবো কি শব্দ পাইনা খুঁজে
পড়লে মনে তোমার কথা
চোখের ক্ষরণে শব্দ যায় ভিজে।
বাবা হয়ে আজি বুঝি কি ছিলে তুমি
কি ছিলে তুমি, অসীম মমতা
কটতা ধৈর্য আর ভালোবাসা দিয়েছিলে তুমি।
আজো পারিনি কত ইচ্ছে তোমার করতে পুরন
তবু কত বানাও পিঠা, আচার আর মজার খাবার
দুর্বল পায়ে আমায় করে যতন।
মাগো, লিখবো কি শব্দ পাইনা খুঁজে
পড়লে মনে তোমার কথা
চোখের ক্ষরণে শব্দ যায় ভিজে।
হবে না পুরন বানায় যদি তোমার চটি
নিজ চামড়া দিয়ে
মাফ চাই আল্লাহ্ র কাছে তুলে হাত দুটি।
করিনা বন্দনা এই ধরায় আর কোনো নারীর
দেবে ঠায় তোমার পায় মাগো
চাই না কিছু আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




