বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা ও সরকারের দরিদ্র উচ্ছেদ কর্মসূচি
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৈশ্বিক পর্যায়ে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো সক্রিয়তা ও স্বীকৃতি নেই বললেই চলে। এমতাবস্থায় বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণের ঘটনা দেশের প্রতিটি নাগরিকের জন্য আনন্দের বিষয়। তদুপরি, বাংলাদেশ যখন বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজকের গৌরব অর্জন করে, তখন তা পুরো দেশবাসীর জন্যই অপার আনন্দ বয়ে আনবার কথা। কিন্তু বিশ্বকাপ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশগ্রহণ এবং প্রতিযোগিতা আয়োজকদের মধ্যে বাংলাদেশের গৌরবজনক অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরও জনমনে, বিশেষত গণতন্ত্রপরায়ণ চিন্তাশীল নাগরিকদের মধ্যে আনন্দের হিল্লোল বইছে না। কারণ আমাদের সরকার বিশ্বকাপ আয়োজন উপলক্ষে আমাদের শহরাঞ্চলের দীনদরিদ্র মানুষের বিরুদ্ধে একটি ক্ষমার অযোগ্য অপরাধ সংঘটিত করে চলেছে। ব্শ্বিকাপ প্রতিযোগিতার জন্যে প্রস্তুতকৃত ক্রিকেট ভেন্যু এবং বিদেশী ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়দের আবাসস্থল হিসেবে চিহ্নিত বড় বড় হোটেলগুলো থেকে ক্রিকেট ভেন্যু পর্যন্ত বিস্তৃত রাস্তার দুই ধার থেকে ছিন্নমূল গরিব মানুষ ও ফেরিওয়ালাদের বলপূর্বক উচ্ছেদ করে চলেছে সরকারের পুলিশ। এই উচ্ছেদ বাংলাদেশকে গরিবের অস্তিত্ববিহীন অর্থনৈতিক একটি সমৃদ্ধ দেশ হিসেবে তুলে ধরা।
বাড়িতে অতিথি আসার আগে বাড়িঘর পরিস্কার-পরিচ্ছন্ন করে যতোটা সম্ভব ঝকঝকে তকতকে করে রাখা আমাদের বাঙালির চিরায়ত সংস্কৃতিরই অঙ্গ। এটাতে দোষের কিছু নেই বরং মেহমানের প্রতি এটা এক ধরনের সৌজন্য প্রকাশেরই পরিচায়ক। সে অর্থে, আন্তর্জাতিক অতিথিদের আগমন উপলক্ষে শহরটাকে পরিস্কার-পরিচ্ছন্ন করার সরকারি উদ্যোগে আমাদের সবারই খুশি হওয়ার কথা।
কিন্তু গোল বেঁধেছে অন্যত্র। অতিথির সামনে নিজের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রয়োজনে নিজেরই গরিব সন্তানকে বাড়ির আঙিনা থেকে জোর করে উচ্ছেদ করার ভেতর কোনো গৌরব থাকতে পারে না। অথচ বাংলাদেশ সরকার তা-ই করে চলেছে। বেশ কিছুদিন ধরে শহরের গরিব ফেরিওয়ালা ও নিঃস্ব ভিখিরিদের জোর করে শহরের নানান স্থান থেকে তাড়িয়ে দেওয়া অব্যাহত রেখেছে। এদের উচ্ছেদ করা হচ্ছে বিশ্বকাপ প্রতিযোগিতা চলার সময়কাল এইসব গরিব ফেরিওয়ালা ও অসহায় ভিক্ষুকদের আহার ও বাসস্থানের কোনো সুস্থ ইতিবাচক বিকল্পের ব্যবস্থা না করেই। আমরা এই সরকারি আচরণকে দায়িত্বজ্ঞানহীন ও অগণতান্ত্রিক কাজ মনে করি এবং এই অগণতান্ত্রিকতা ও দায়িত্বহীনতার নিন্দা জানাই।
এই নির্মানবিক উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সরকারের ভাবা উচিত ছিল, বাংলাদেশের সব নাগরিকেরই বিশ্বকাপ ক্রিকেটের আনন্দ সমানভাবে উপভোগ করার অধিকার আছে। সবচেয়ে বড় কথা, এই হাজার হাজার গরিব ফেরিওয়ালা ও অসহায় ভিক্ষুকের চরম দারিদ্র্য দশার জন্য যতটা না এই গরিব মানুষ দায়ী, তারচেয়ে অনেক বেশি দায়ী এই দেশের শাসকশ্রেণীর নানান সরকার প্রণীত ও বাস্তবায়িত শোষণ-নিপীড়নমূলক অর্থনৈতিক ব্যবস্থা। প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বিত্তবানকে আরো বিত্ত যোগায়, আর দরিদ্রকে ঠেলে দেয় অপরিসীম দারিদ্র্যের অন্ধকার গহ্বরে। শাসকশ্রেণীর জন্যই এটা লজ্জাজনক। আর সেই লজ্জাকে বিদেশী অতিথিদের সামনে থেকে লুকিয়ে রাখার জন্য দরিদ্র মানুষকে শহর থেকে জোর করে তাড়িয়ে দেওয়াটা এক জঘন্য অপরাধ ছাড়া কিছু নয়। কেননা, এদেশের সম্পন্ন মানুষ যখন ক্রিকেট বিশ্বকাপ উপভোগে ব্যস্ত থাকবে, তখন জীবিকা থেকে উচ্ছেদকৃত এই দরিদ্র জনগোষ্ঠী উপোষ করবে। এটা খেলাধুলার অন্তর্গত সার্বজনীন আনন্দ বিতরণের চেতনারও পরিপন্থী। আমরা এ সরকারি তৎপরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি।
লেখক: নূরুল কবীর
সূত্র/সংগ্রহ: সাপ্তাহিক বুধবার
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে...
...বাকিটুকু পড়ুন
সামুর সামনের পাতায় এখন মহামতি ব্লগার শ্রাবনধারার ১ খানা পোষ্ট ঝুলছে; উহাতে তিনি "জুলাই বেপ্লবের" ১ জল্লাদ বেপ্লবীকে কে বা কাহারা গুলি করতে পারে, সেটার উপর উনার অনুসন্ধানী...
...বাকিটুকু পড়ুন
একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত...
...বাকিটুকু পড়ুন
((গত ১১ ডিসেম্বর
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের...
...বাকিটুকু পড়ুন