আগামী ১লা বৈশাখ ( ১৪ এপ্রিল ২০১০) সূর্যোদয় থেকে রাত ৯টা পর্যন্ত শাহবাগস্থ "আমরা একটা সিনেমা বানাবো"- রোডে ( চারুকলার বিপরীতে ছবির হাটের পেছনে ) আয়োজন করা হয়েছে বর্ষবরণ, আড্ডাবাজি এবং "আমরা একটা সিনেমা বানাবো" চলচ্চিত্রের গান, পোষ্টার, আলোকচিত্র এবং টি-শার্ট প্রদশর্নীর !
উদ্বোধন করবেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।
বিস্তারিত জানতে কল করুন : চারু পিন্টু ( ০১৭২৬৬৪০৩৮৬ )
বি.দ্র.: প্রদশর্নী স্থান থেকে সুভ্যেনির হিসাবে টি-শার্ট ক্রয় করা যাবে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




