তার পরের গল্পটা তোমাকে বলা হল না
আসলে এতকিছুর পরে আর কোন গল্প থাকে না
এরপর যা থাকে তা হচ্ছে জীবন
জীবন কোন গল্পের মুখাপেক্ষী নয়
জীবন পৃথিবীর সপ্তাশ্চর্য
জড়ায়ুতে দ্বন্দ্বযুদ্ধে জিতে যায় যে ক্রোমোজোম
তার হাত ধরে মৃত্যুর দরোজা পর্যন্ত যে তোমাকে নিয়ে যায়
সে জীবন নয়
জীবন এই যাওয়াটুকু
আমার এই যাত্রায়
কোন এক দিনে
তোমার আমার পথ মিলে গিয়েছিল
কিছুটা যাওয়ার পর
সেই পথ আবার দু’দিকে
তারপর..
তার পরের গল্পটা তোমাকে বলা হবে না
আসলে এতকিছুর পরে আর কোন গল্প থাকে না......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




