দরকার একটু টোন ডাউন করা
আমরা খেলা দেখতে ভালোবাসি, আমরা আমাদের দেশকেও ভালোবাসি, হয়তো। হয়তো বললাম এই জন্য যে এই ব্যাপারে সন্দেহ থাকার অবকাশ আছে। খেলা কিংবা অন্য যে কোনো ব্যাপার নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই কোনো। এই আগ্রহের জন্য বুয়েটের ফাইনাল পরীক্ষা পিছিয়ে যায়, তা ক্রিকেট হোক কি ফুটবল হোক, দিনে খেলা হোক কি রাতে। এই আগ্রহের জন্য এই সেদিন আমাদের একজন মানুষের প্রাণ যায় যদিও দেশ জিতে, আর প্রতিপক্ষের গাড়িতে ঢিল ছুড়ে দিতে হয় হেরে গেলে। সাকিবের মাগুরা শহরের বাড়িতে ঢিল মেরে জানালার কাচ ভেঙ্গে দেয়...
খেলা তো কেবল একটা উপলক্ষ, আমাদের মাত্রা ছাড়ানো আগ্রহ সব কিছু নিয়েই, কয়েক মাস আগেই রাজনৈতিক দলের এক সমাবেশে ট্রেনের নিচে পরে মানুষ মারা গেল, দিনের আলোতে একটা বিশাল ট্রেন কান ফাটিয়ে হুইসেল দিতে দিতে লাইন কাপিয়ে আসার পরও সমর্থকরা কেবল লাইনে দাড়িয়ে থাকে না, জীবন দিয়ে দেয়... এমন দেশটি কথাও খুঁজে পাবে নাকো তুমি। একবার খবর বের হলো তারেক রহমান জেলখানে বাথরুমে পরে গিয়ে ব্যথা পেয়েছে, অমনিতেই ঢাকায় কুরুক্ষেত্র লেগে গেল... কিছু দোকানপাট ভাংচুর হলো, একটা সি এন জি পুড়িয়ে দেয়া হলো, সেটার সিলিন্ডার এর বিস্ফোরণে একজন প্রায় ৫০ মিটার দুরে দাড়িয়ে থাকা মানুষ মারা গেল... আমার সহকর্মীর পরদিন বিয়ে, বাড়িতে যাবার পথ বন্ধ থাকে আমার সাথে হাটা পথে আমার বাসায় রওনা দিল... পথে দেখলাম একটা কি সুন্দর পাজেরো গাড়ি রাস্তায় আমাদের চোখের সামনে পিকেটাররা নিমিষের মধ্যে ভেঙ্গে ফেলল...আরো বাকি ছিল, পরদিন আমার সহকর্মী ভয়ে ভয়ে বাড়িতে গেল বিয়ের জন্য রেডি হবে বলে, কিন্তু সে তখন জানত না ফোর সিজনস রেস্টুরেন্ট, যেখানে তার বিয়ে হওয়ার কথা, তার চারতলাই আগুনে পুড়িয়ে দিয়েছে পিকেটাররা। তারেক রহমান কি আসলেই বাথরুমে পরে গিয়েছিলেন, পরলেও এই কথা কিভাবে সবাই জানলো? আর এর জন্য এত বড় রাজধানী জুড়ে ভাঙ্গাভাঙ্গি কেন হলো?
পুরান কথা বাদ, এইত সেদিন বিমান বন্দর বানানোর জন্য সরকার যে ভাদ্র মাসের কুকুরের মত খেপা ধরল কিংবা ইউনুসের পিছনে আদাজল খেয়ে নামল এগুলো সব বাড়াবাড়ি। এখন সময় একটু টোন ডাউন করার।
হোক খেলা, কিংবা রাজনীতি, কিংবা ভালবাসা - আমাদের একটু টোন ডাউন করা দরকার এখন। সময় নিজেদের দিকে তাকানোর, শোধরানোর - স্বজাতির মুন্ডুপাত করার মধ্যে কোনো বীরত্ব নেই। সহমর্মী হওয়া দরকার সবার প্রতি।
লেখাটি আমার না, আমার প্রিয় বন্ধু সোহানের। এই চমৎকার লেখাটা শেয়ার না করে পারলাম না। ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




