আমার অবস্থা হইছে সেই রকম।
মাগনা পাইয়া উবান্টু সেটাপ মারলাম, কাজ কর্তেছে, তবে বাংলা ফন্টও দেখা যায় সামুতে বাংলা লিখতেও পারতাছি। তয় সমস্যা হইল যেইটা সেইটা হইল বাই ডিফল্ট যে বাংলা ফন্ট দেখতেছি সেইটা চেন্জ কর্তে পারতেছি না।
যাই হোক, এখন আমি চাই নতুন বাংলা ফন্ট ইন্টল করতে।
টেকি পাবলিক রা কি একটু কষ্ট কইরা কইবেন উবান্টুতে কি ভাবে বাংলা ফন্ট ইন্টল করমু। আর "সোলাইমান লিপি" ফন্টটা কি উবান্টুতে ইন্টল কর যায় কি?
পারলে কি ভাবে বাংলা ফন্ট ইন্টল করতে হবে... একটু ডিটেইলস জানান।
আগের পর্বে কিরাম কইরা উবান্টু উন্ডেজ ৭ এর সাথে সঙ্গম কর্তে হয় সেইটার ব্যপারে হেল্প পাইছিলাম।
লিন্কঃ
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


