আমার এক বান্ধবী একটা নতুন বুটিকস শপে খুলতেছে...সময় হলে সবাইকে আমন্ত্রন জানানো হবে। দোকানের অবস্থান হবে ধানমন্ডি এরিয়াতে। গত ২ দিন ধরে আমার মাথা খাইয়া ফেলতেছে একটা সুন্দর নাম দেয়ার জন্য। কিন্তু আমি যত গুলি নাম বলছি সব গুলা নাকি আগেই দোকান আছে...
বুটিকশপে মূলত দেশী বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যাবে।
সমস্যা হলো শপের জন্য সুন্দর মানানসই নাম খুজে পাচ্ছে না।
দয়া করে বুটিকস শপের জন্য যতগুলি খুশি নাম দিন।...নাম দিতে দিতে পোষ্ট ভরাইয়া দেন...
যার নাম পছন্দ হবে তাকে বান্ধবীর তরফ থেকে ১০ টা লাল গোলাপ দেয়া হবে।
আর সেটা না নিতে চাইলে... ১০০ টাকার ফ্লেক্সি...
দয়া করে নাম দিয়া আমাকে উদ্ধার করুন। নামের জন্য দৌড়ের উপ্রে আছি...
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২৬