প্রথমেই খবরের কথায় আসি। প্রথম আলোতে আজকে খবর আসছে যে, প্রভা স্বামীকে নিয়ে শরীয়তপুরে তার বাপের বাড়িতে বেড়াতে গেছেন। তিনি গত দুই বছর শরীয়তপুরে তার বাপের বাড়িতে যাইতে পারেন নাই। এতদিন নাকি তার পড়ালেখার অনেক চাপ ছিল
খবরের কথা গেল এখন আসি প্রথম আলোকে কিছু পরামর্শের ব্যাপারে।
প্রথম আলোর কাছে আমি জানতে চাই, ভাই আপনাদের এত চুলকায় কেন?
১। প্রভা কোন বাসে বা তার কোন মডেলের গাড়ি করে বাপের বাড়ি গেছে তার উপর
২।তার ঢাকার বাসা থেকে শরীয়তপুরের বাসা পর্যন্ত দূরত্ব কত টুকু এবং সেই পথে কয়টা গর্ত আছে তা উপর।
৩। বাপের বাড়িতে সে কি কি খাইছে তার উপর একটা রিপোর্ট লিখতে পারেন।
৪। সে বাপের বাড়িতে কি কি কালারের কাপড় পড়ছে তা উপর একটা রিপোর্ট লিখতে পারে।
৫। যদি উপরের সাজেশনগুলি ভালো না লাগে তবে আমি প্রভার বাড়ি যাওয়া নিয়ে সামুতে একটা পোস্ট দিয়েছি, তার উপর একটা রিপোর্ট লিখতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




