১৬ ফেব্রুয়ারী ২০১৪
" চিরতরে চলে যাওয়া মানে একটা আজীবন শূণ্যস্থান ..................... তৈরী হয়ে যাওয়া !
না শোক, বেদনা বা অশ্রুজল, কিছুই পারেনা সেই শূণ্যস্থান'টি পূরন করতে !
রেখে যাওয়া কিছু স্মৃতি, মায়া, ভালবাসাই হয় তখন সেই শূন্যস্থানের উপকরণ মাত্র ! "
মানুষ চিরতরে চলে গেলে কিইবা হয় ? এই উত্তরটি সম্ভবত আমাদের সকলের জানা নেই, শুধু তাদের জন্য খুব পরিচিত এক উত্তর -যাদের চলে গিয়েছে, একসময় যাদের কাছে ছিল কিন্তু এখন নেই।
মঞ্জু সাহেবের বাবা গত শুক্রবার রাতে গত হয়েছেন, এই খবরটা আমি জেনেছি তারও দুদিন পর আজ সকালে। খবরটা শোনার পর দুটো প্রতিক্রিয়া হল, এক. মানুষটা দীর্ঘদিন রোগে শোকে ভুগছিলেন; অবশেষে আল্লাহর কৃপায় তার আত্মা শান্তি পেয়েছে। দুই. তার পরিবারের কথা, মানুষটির দীর্ঘদিনের সঙ্গী তার স্ত্রীর একাকীত্বতা, সন্তানদের পিতৃহীনতা এবং দীর্ঘ অবসাদ।
একজন মানুষ একটা পরিবার, একটা সংসার, একটা দেশ, বা একটা রাষ্ট্র। যার কাছে যেমন অর্থ।
মানুষ চলে গেলে কষ্ট হয়, আবার সেই কষ্ট ভূলেও যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




