আমরা স্বভাবগত ভাবেই এখন ধরে নিব এই পোষ্টির বক্তব্য ব্লগ কতৃপক্ষের নিজেস্ব বক্তব্য। অনেক প্রতিবাদ সত্বে ও পোষ্টি সরানো হয়নি....যে পোষ্টে বাংলাদেশ সেনাবাহিনীকে উপস্থাপন করা হয়েছে জনগনের প্রতিপক্ষ হিসেবে অথচ এই সেই সেনাবাহিনীকে আমরা পাই সাইক্লনে, বন্যায়, ঘুর্ণিঝরে...কি ভাবে ভুলে যাই তাদের অক্লান্ত পরিশ্রম......হয়তোবা তাদের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে আবার তা সংশোধনের ও ব্যাবস্হা আছে। তাদের লাগাম টেনে ধরা আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান গুলোর জন্য অতটা কঠিন না....
সামলোচনার নামে সেনাবাহিনীর অস্তিত্বে টান দেয়া হলো। আজ বলা হচ্ছে- "বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্হান সেনাবাহীনির উত্তরসুরি"..... কেউ আবার আগ বাড়িয়ে বলছেন-বাংলাদেশে সেনাবাহিনীর দরকার নাই.......এ কথা গুলো মেনে নিতে খুব কষ্ট হচ্ছে....... যাদের জন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে...... যারা মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে পাকিস্হাণের বিরুদ্ধে যুদ্ধ করেছেন.... সেই সেনাবাহিনীকে বলা হচ্ছে পাকিস্হান সেনাবাহিনীর উত্তরসুরী.......
সেনাবাহিনী তোমাদের স্যালুট দিয়ে গেলাম.... স্যালুট বাংলাদেশ আর্মি....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




