বাংলা ব্লগোস্ফিয়ার এখন ছাগু/ভাদা আতঙ্কে আক্রান্ত। বিশেষ করে সামহোয়্যারইনব্লগের প্রায় সকল ব্লগারই আইদার ছাগু অর ভাদা। বাংলাদেশের বেশিরভাগ লোকের পেশা এখন সম্ভবত দিল্লী বা ইসলামাবাদের দালালী করা। দালালী করেই বাংলাদেশের বেশিরভাগ লোকের পেট চলে, চুলা জ্বলে।
আমি মানববন্ধনে যাই নাই। যাদের যাওয়ার জন্য আমন্ত্রণ জানাইছিলাম তাদেরকেও যাইতে নিষেধ করছি। ব্লগারদের মধ্যে যাদের সমমনা বলে মনে করি, তাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই নিজে যাই নি। কিন্তু মনে কিছু প্রশ্ন রয়েই গেল।
১. স্টিকি পোস্টটি সপ্তাহজুড়ে ঝুলে রইলো। ব্লগাররা কমেন্ট করলো, সহমত জানালো। যারা আশঙ্কা করছিলো মানববন্ধন জাশির রাজনৈতিক কর্মসূচীতে পরিণত হবে/ তাদের উদ্দেশ্য পূরণে ব্যাবহৃত হবে, তারা নেতৃত্ব দিতে এগিয়ে এল না কেন?
২. কথা ছিল মানববন্ধন হবে ব্লগার এবং সাধারণ জনগনের অংশগ্রহণে। শুরুতে এর কোন আয়োজক কমিটির নাম শোনা যায় নি। হঠাৎ আয়োজক কমিটির প্রয়োজন দেখা দিল কেন? আর আয়োজক কমিটিতে যারা ছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক কেন করা হলো না? স্টিকি পোস্টটি যিনি লিখেছিলেন, এ ক্ষেত্রে দায়িত্বটা মূলত তারই। যেহেতু বিষয়টা জানা যে, জামাত শিবির জড়িত থাকলে অনেকেই অংশ নিবে না, সেহেতু আন্দোলনের স্বার্থেই তাদের এড়িয়ে চলা প্রয়োজন ছিল। বা আন্দোলনের স্বার্থে বাধ্য হয়ে যদি জামাত সমর্থক কারো সাহায্য নেয়ার প্রয়োজন হয়েই পড়ে, সেক্ষেত্রে তাকে সামনে নিয়ে আশার কোন প্রয়োজন ছিল না। আর আয়োজক কমিটির কারো বিরুদ্ধে ভুল অভিযোগ তোলা হলে সেটা ডিফেন্ড করার দায়িত্বও স্টিকি পোস্টের ব্লগার বা তার নিকটবর্তী কেউ করলে ভালো হতো।
৩. রাজপথে এত বড় একটা মানববন্ধন করতে কিছু অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন হয়তো ছিল। আর আমাদের দেশে প্রতিষ্ঠিত পেশাজীবি প্রায় সকলেই কোন না কোন রাজনৈতিক দলের সাথে জড়িত। মানববন্ধনের জন্য অন্য কোন রাজনৈতিক দলের সমর্থক পেশাজীবির সাহায্য না চেয়ে জামাত সমর্থক একজনের কাছে কেন যাওয়া হলো? তথাকথিত আয়োজকেরা নিজেরা কাউকে না পেলে ব্লগে তো সাহায্য চাইতে পারতো।
৪. তুলসীলিক্স কেন মানববন্ধনের আগেরদিন প্রকাশিত হলো? চট্টগ্রামের আয়োজকেরাই নাকি এর সাথে জড়িত ছিল। তো তাদের প্রকৃত পরিচয় এত পরে কেন জানা গেল?
৫. ছাগুরা মানববন্ধনের আহ্বায়ক, বুঝলাম। কিন্তু আমরা যারা ছাগুবিরোধী তারা কি আলাদাভাবে প্রেসক্লাবে মানববন্ধন করতে পারতাম না? সবার তো মানসিক প্রস্তুতি নেয়াই ছিল। আমাদেরটা ওদেরটার চেয়ে অন্তত বিশ গুন বড় হতো বলেই আমার বিশ্বাস। নাকি জামাত শিবির বাতাস থেকে নি:শ্বাস নেয় বলে আমরা দম বন্ধ করে থাকবো? মানববন্ধনটা ছিল অরাজনৈতিক ব্যানারে। ছাগুরা যদি কোন ষড়যন্ত্র কইরাও থাকে, তারপরও ব্লগারদের ব্যানারটা ছিনতাই হইতে দেয়া কি ঠিক হইলো?
৬. যেসকল ব্লগার সরল বিশ্বাসে মানববন্ধনে গিয়েছে, বা বিএনপির সমর্থক যেসকল ব্লগার ছাগুদের তেমন একটা থ্রেট মনে করে না তাই মানববন্ধনে গিয়েছে তাদের ছাগু ট্যাগিং কতটা যুক্তিযুক্ত?
বালের কর্মী, যেগুলা ইলেকশনের আগে আগে ব্লগে সক্রিয় ছিল, সেগুলা এখন চান্দাবাজীতে ব্যস্ত। আর এদিকে আরেকগ্রুপ আছে, ছাগুভীতিতে সরকারের সমালোচনা করতেও ডরায়; ভাবে তার কোন কথা/কাজে ছাগুরা না আবার লাভবান হয়। আজব অবস্থা ব্লগের। ভাবছিলাম বিশ্বকাপ উপলক্ষে বিসিবি আয়োজিত ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কিছু একটা করবো, ব্লগারদের সাহায্য নিয়া, ব্লগজগতের বাইরে। সেই ইচ্ছা মরে গেছে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




