অল্প অল্প করে জমানোর অনেকটা ব্যয় করে জিনিসটা কিনলাম । এগারো হাজার বাড়তি খরচ করব কিনা দ্বিধায় ছিলাম । শেষে মন মানল না । ব্যয় করেই ফেললাম বাড়তি এগারো হাজার ।
শার্পের এক টন সাধারণ মডেলের দাম ছিল আটান্ন হাজার টাকা । কিন্তু ব্যাক্টেরিয়া, ফাঙ্গাস বিদ্বেষী প্লাজমাক্লাস্টার আয়ন ফ্যাসিলিটি যুক্ত, সেলফ ক্লিন অপশন আর লো ওয়াটে (৮০০ এবং ৬০০) ব্যবহারের সুবিধাযুক্ত শার্প ইনভার্টার এক টন এসির দাম ৬৯ হাজার টাকা । এর আরো সুবিধা হচ্ছে বাচ্চা বা বুড়োদের জন্য প্যাসিভ এয়ার ফ্লো । বাতাস সরাসরি গায়ে না লেগে উপরের আর সামনের দেয়ালে প্রতিফলিত হয়ে ঘর ঠান্ডা করবে ।
উল্লেখ্য রুম সাইজ ১২ ফুট বাই ১০ ফুট । ছয়তলা বিল্ডিং এর তিন তলা । নিজেদের নিকট আত্মীয়ের মধ্যে ভাড়া নেওয়া বলে বাড়ি সহজে বদলাতে হবার আশঙ্কা কম ।
কতদিন প্রচন্ড গরমে পিঠ ঘামে একাকার হয়ে মাঝরাতে ঘুম ভেংগে গিয়েছে । আবার ঘুম আসতেও বেশ কিছু সময়ও লেগেছে । বিদ্যুৎ বিলের কথা ভেবে সেভাবে আর এসি কিনার কথা মাথায় আসেনি । কিন্তু এইবার বিদ্যুৎ বিলের চোখ রাঙ্গানি উপেক্ষা করে এসি কিনার সিদ্ধান্ত নিয়েই ফেললাম । প্রথমে চিন্তা ছিল কত কম দামে কিনা যায় ।
কিন্তু বাজারে গিয়ে দেখলাম যে এসিগুলোর দাম কম সেগুলো আবার অনেক ওয়াট খায় । একটাতে তো Rated input 2300 watt ও দেখলাম । শুনেছিলাম ওয়ালটন এসি দাম কম আর কম বিদ্যুৎ খায় । কিন্তু সামুতে একজনের বাজে অভিজ্ঞতা পড়ে সেমুখো হলাম না । এবার ইন্টারনেটে বিভিন্ন এসির ফিচার দেখা শুরু করলাম ।
এটা দেখে তো চক্ষু চড়কগাছ ঃ
শার্প ইনভার্টার এসি নাকি ৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে ?
Savings in Energy Cost in
Inverter ACs against Equivalent
Cooling Capacity in Normal Split
Normal Estimated Equivalent Estimated Yearly
AC Expense/ Inverter Expense/ Savings
Capacity Month Capacity Month in
(Rs.) (Rs.) Electricity
Bill (Rs.)
1.0 Ton 1254 0.8 Ton 514 4626
1.5 Ton 2571 1.1 Ton 696 6264
2.0 Ton 3960 1.5 Ton 1042 9378
তাদের এইসব হিসাবে প্রভাবিত হয়ে ৬৯ হাজারে কিনে ফেল্লাম শার্প ইনভার্টার AH-XP13NRV মডেল ।
তবে আমাদের এখানে বিলে স্ল্যাব সিস্টেম থাকার কারণে কতটুকু জুইত করা যায় কে জানে ?


## সামান্য মন খারাপ যে কারণে –
একটা জিনিস অজ্ঞতার কারণে চোখ এড়িয়ে গেল এসি কিনার আগে । সেটা হল অপারেটিং টেম্প্রেচার । আমার মডেলের ম্যানুয়েলে লেখা আছে বাইরের টেম্প্রেচার ৪৩ ডিগ্রি সেঃ এর উপরে হলে এসিটা নিজে থেকে সেফটি কনসার্নের জন্য বন্ধ হয়ে যেতে পারে । জেনারেলের এক মডেলে যেখানে অপারেটিং টেম্প্রেচার ৫০ ডিগ্রি সেঃ ।
তবে একজন আশ্বস্ত করছেন বা আমিও আবহাওয়ার হিস্ট্রিতে দেখলাম তাপমাত্রা অতটা উঠবে না মনে হয় ।