
খুঁজি জীবনের মানে
তুমি জানো কি নন্দিনী,
অতীতের কতো রজনী কেটেছে একা, অনাহারে, কতো না যন্ত্রণায়,
প্রতিটি সময় ছিল দারুণ মন্দগ্রাহিতায়, আর ভয়ে
তারপরও কেটেছে অতীতের অনেকটা সময় একাকার হয়ে, দুইজনে
খুজেছি প্রতি মহুত্ব জীবনের মানে ! বলো কি পেলাম?
ইদানীং আমি এক নির্বেদ ব্যাধি আক্রান্ত অর্বাচীন মানুষ,
খুজছি হতাশা গ্রস্ত জীবনের জীবন নামক শব্দের অভিধানিক অর্থ ,
খুজছি সত্যিকারের জীবনের অভিপ্রায়,
অথচ জীবন সেই কবে শেষ হয়েছে, শেষ হয়েছে যৌবনের শেষ সময়ও
তবুও কাটেনি দুঃসময় ! কেন জানি দুঃখগুলো ভালোবাসার মতো আঁকড়ে ধরেছে আমায়!
দীর্ঘ সময়ের জীবনের রাহিত্য এখন প্রশ্ন করে, কি করেছিলে অতীতে?
বলো কে চায় নিজের আবশ্যকতাকে এড়িয়ে যেতে।
আমিও তাই চাইনি কখনো, তবে কেন আজ পুরাকালের কথা মনে পড়ে।
স্মৃতিরা কুরে কুরে খায় হতাশা, বর্তমানে।
আসলে জীবনের কোন মানে হয়না! শুধু আসা আর যাওয়া
আর মাঝখান থেকে কিছু সময় পার! আর নির্মল নৈরাশা!
পার্থিব যতো নষ্টামি আর নিরাশার মাঝে ডুবে থাকা।
সময়ের বিবর্তনে মানুষ যতোটা এগিয়েছে ততোটা হারিয়েছে জীবনের মানে
সময় আজ শুধু ছুটে চলা, কেউ পাচ্ছেনা খুজে জীবনের মানে।
জানো নন্দিনী,
জীবন আজ জীবিকার খোজে নির্বিকার,কোথায় সেই ভালোবাসা!
সব যেন এক অন্ধকার নৈরাশা, নেই কিছু ! কিছু নেই হারাবার!
দিনের আলোয় দেখি সব অন্ধকার।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




