
কথা ছিলো তাই এসেছিলাম পদ্ম পুকুরের পাড়ে
তবে অনেকটা আবছা অন্ধকার ছিলো দেখছিলাম না তোমায়
কিন্তু পদ্ম পুকুরের পাঁড় দক্ষিণ দিকটা ছিলো অনেকটা স্পষ্ট আলো
তুমি যে ঐ পথেই আসো সব সময়।
সেই দক্ষিণ দিকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম! অনেকটা সময়,
কখন যে পূর্ব আকাশে সূর্য উঠেছে টেরও পাইনি,
তবুও অপেক্ষা যায় সময়!
আজোও সেই অপেক্ষায় থাকি! কখন হবে সেই ক্ষণ, সেই সময়ের মতো আবছা অন্ধকার,
কয়দিন হলো সেই পদ্ম পুকুরটায় কিছুটা জল শূন্যতা
তাই সরবোরে দেখা যায় না পদ্ম, কিন্তু আমার অপেক্ষার প্রহর হয় দীর্ঘ,
হয় না শেষ!
কিছু দিন আগ থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে , মনে পড়েছে সেই সময়,
যে সময় তুমি বলেছিলে আসতে, এর মধ্যে করেছি অনেক সময় পার!
অথচ দেখো আমি বছরকে বছর তোমার অপেক্ষায়
তোমার সাথে দেখা না হলে আমি যেতে পারি না আমার নীড়ে।
তুমি কি জানো .......
আজ খুব বৃষ্টি হচ্ছে
পদ্ম পুকুর ফিরে পাবে তার যৌবন সরবোরে ফুটবে পদ্ম,
অনেক সময় পরও তুমি আসছো না; চিন্তায় জ্বলে মন
তাই অতীত কোন এক দিনের কথা মনে পড়ে,
সেই সময় তুমি আমি কতোনা কেটেছি আনন্দে, অনেক সুখকর সময়
মনে পড়েছে কি পদ্ম পুকুরের অনেক স্মৃতির আনন্দঘন ক্ষণ,
সেই পদ্ম পুকুর পাড়ে আমি তুমি কতো লীলা না করেছি,
করেছি কতো রঙ্গ।
তুমি কি আসবে এই সময়! আমি যে যেতে পারিনা তোমার না দেখায়,
জানি তুমিও ভাবছো হয়তো ঠিক আমার মতো,
দক্ষিণের অপেক্ষায় থাকতে থাকতে কখন যে উত্তর পাড়ে হয়েছে বসত ঘর,
এর মধ্যে হারিয়ে গেছে অনেক, অনেক ভালোলাগা সময়,
চলে গেছে গেছে অনেকেই ঐপারে
হয়নি দেখা কারো সাথে যদি তুমি এসে না পাও দেখা এই ভয়ে
যখন দেখি তুমি আসছো ঐ দিক থেকে সেই চেনা পথে, সেই আবছা আলোয়
কেটে গেছে সংশয়।
তখন পূর্ব পাশে চোখে পড়েনি আগেকার কোন স্মৃতি চিহ্ন, নেই সেই চেনাজানা দূর্বাঘাস,
গজে উঠেছে বড় বড় বৃক্ষ, আকাশ সমান।
তুমি যখন কাছে আসলে আমি হতবম্ব ! তোমার জরাজীর্ণ কায়া,
এতোটা ক্ষীণ হয়ে গেছো কবে, যেমনটা হয়েছে আমার কুঠির, আমি তুমি ছাড়া।
যে কুঠিরে একসময় দুইজনে একান্তে কেটেছি কিছু সময়, সেই কুঠির!
কবে হারিয়েছে তার প্রান যেমনটি দেখায় কোন না পাওয়া হৃদয়,
আমি যেমন আস্তে আস্তে হারিয়েছি সময় তোমার অপেক্ষায়, হারিয়েছি স্মৃতি তোমার আমার!
তেমনি কুঠির হারিয়েছে তার অনেক অনেক দিনের সাথে থাকা বর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


