নিম্নের কাজগুলি ভাইস সাহেবের নয় ,তার ক্ষমতা নেই ,কাজগুলি চ্যান্সেলরের
(আইনত বিশ্ববিদ্যালয় গুলির চেন্সেলর কে সেটা আইন জানে ) #অনশনরতদের চিকিৎসাসেবা ও অর্থ সহায়তা নেওয়ার মুঠোফোন নম্বর বন্ধ।
#এবার শাবির ফুডকোর্ট-টং বন্ধের অভিযোগ
#শাবিপ্রবির প্রাক্তন পাঁচ শিক্ষার্থী আটক
#শাবিপ্রবিতে এবার শিক্ষার্থীদের ‘চাষাভুষার টং’
শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের সব টং দোকান এবং ফুডকোর্টগুলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ডাইনিংও। এ নিয়ে শিক্ষার্থীরা অনেকটা বিপাকে পড়েন।
ইতিহাস জানায় - ছাত্র আন্দলোন ভয়ংকর যদি প্রাণের বা সঠিক সিদ্ধান্ত হয়

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



